২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে শিক্ষার্থীদের স্কুল বাদ দিয়ে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলা ট্র্যান্সপারেন্সি ইন্টার ন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুল বাদ দিয়ে ডেকে এনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে দিবসটি পালন উপলক্ষে জেলা শহরের শেরেবাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রীদেরকে ক্লাস বাদ দিয়ে নিয়ে এসে একটি মানববন্ধন পালিত হয়েছে।

 

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রাথমিক কর্মকর্তা মোঃ তবিবর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, টিআইবির কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।
বক্তাগণ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায়  টেকসই উন্নয়ন অভিষ্ঠ লক্ষ্য অর্জনে, ক্লিন এনার্জি অপরিহার্য। ক্লিন এনার্জি উৎপাদন ব্যবহার বৃদ্ধিতে সচেতনতা বাড়াতে হবে।

উল্লেখ্য, মানববন্ধন শেষে টিআইবি কর্মকর্তা মাসুদুর রহমানের কাছে মিটিং, মিছিল ও সমাবেশে স্কুল ছাত্র-ছাত্রীদের ব্যবহার করা যাবে না, আপনি স্কুল ছাত্রীদেরকে ব্যবহার করছেন কিভাবে ? তিনি কোন উত্তর দিতে ব্যর্থ হন! পরে অতিথিরাও দ্রুত সটকে পড়ে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top