২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

ফটিকছড়ি ভূজপুরে ওয়ারিশ সার্টিফিকেট জালিয়াতির মামলায় শওকত মুন্সির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

এম. আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

ভূজপুরে ওয়ারিশ সার্টিফিকেট জালিয়াতি ও অন্যের স্বাক্ষর নকল করে সম্পত্তি নিজের নামে করে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় শওকত মুন্সির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তার আবেদন খারিজ করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ভূজপুর মীরখিল এলাকার বাসিন্দা মো. হারুনের পুত্র ইলিয়াস বাদী হয়ে ভূজপুর থানায় মামলা নম্বর–৫৫৭ দায়ের করেন। অভিযোগে বলা হয়, খরিদা সূত্রে অর্জিত সম্পত্তির খতিয়ান নামজারি করতে দেওয়ার সুবাদে খরিদদার মারা গেছে—এমন মিথ্যা তথ্য দেখিয়ে জাল ওয়ারিশান সনদ তৈরি করা হয়। পরে শওকত মুন্সির স্ত্রীর নামে কবলা দলিল রেজিস্ট্রি করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নেওয়া জন্য নানান প্রকার প্রতারণার আশ্রয় নেয়।

বাদী ইলিয়াস জানান, বিগত স্বৈরাচারী আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের পরিবারের ওপর নানা অন্যায় ও জুলুম চালানো হয়েছে। খরিদা সূত্রে অর্জিত জায়গা জালিয়াতির মাধ্যমে অভিযুক্ত নিজের স্ত্রীর নামে রেকর্ড করিয়ে নেয়। তিনি আরও বলেন, সার্ভেয়ার হওয়ার সুবাদে অভিযুক্তের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মামলার পর আদালতের নির্দেশে সিআইডি তদন্ত পরিচালনা করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গত ১৮ জানুয়ারি শওকত মুন্সির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সিআইডির তদন্ত প্রতিবেদনে ওয়ারিশ সার্টিফিকেট জালিয়াতি, অন্যের স্বাক্ষর নকল এবং ভুয়া কাগজপত্র ব্যবহার করে সম্পত্তি নিজের নামে রেকর্ড করানোর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top