২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ উজিরপুরে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে চিহ্নিত সোহেল রানা সরদারকে আটক করেছে সেনা বাহিনী। তিনি দক্ষিণ ধামুরা গ্রামের বাসিন্দা এবং আবু বক্কর সরদারের পুত্র।

সেনাবাহিনী নিয়মিত অভিযানের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২.৩০ দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সোহেল রানা সরদারের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। বিভিন্ন সময়ে তাকে দেশীয় অস্ত্রসহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে বলে দাবি করা হয়। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিজেও মাদক সেবনকারী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কার প্রেক্ষিতে উজিরপুর আর্মি ক্যাম্পের একটি দল আজ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দক্ষিণ ধামুড়া ইউনিয়নের দুর্গাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের সময় সোহেল রানা সরদার নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তার হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানায় আইন-শৃঙ্খলা বাহিনী। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, রানার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশ আরো জানান শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা সোহেল রানা সরদারের বিরুদ্ধে উজিরপুর থানার ১৩ টি নিয়মিত মামলা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top