২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

বগুড়া সান্তাহারে সাবেক সংসদ সদস্য খোকার প্রথম মৃত্যু বার্ষিকীতে রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া মহল্লায় পৌর বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।

এই দোয়া মাহফিল উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, পৌর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, বিএনপির নেতা রাকিবুল হাসান সুজন, আতোয়ার হোসেন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ন আহবায়ক শাজাহান আলম স্বপন, ফেরদৌস মাহমুদ, যুবদলের (দায়িত্বপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের সিনিয়র সদস্য সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কোয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিয়ন, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, ছাত্র নেতা জহির রায়হান শুভ, তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিমসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, তিনি ছিলেন সাধারণ মানুষের স্বপ্ন, ক্ষমতার দম্ভ নয়, ভয় দেখানো নয়, ভালোবাসা দিয়েই তিনি মানুষকে আগলে রেখেছিলেন। আদমদীঘি-দুপচাঁচিয়ার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ আর সামাজিক প্রতিষ্ঠানের প্রতিটি ইট যেন আজও তাঁর কথা বলে।

আর আমরা যারা তাঁর স্নেহ, তাঁর নেতৃত্ব আর তাঁর কর্মের সুফল পেয়েছি। নীরবে, গভীর কৃতজ্ঞতায় তাঁর জন্য দোয়া করি। আল্লাহপাক যেন তাঁর সকল নেক আমল কবুল করেন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top