এম,এম,রহমান, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর–বানারীপাড়া (বরিশাল-২) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্য প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কেন্দ্রীয় প্রচার দলের শীর্ষ নেতৃবৃন্দ ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।
২৮ জানুয়ারি সকাল ১০টায় কেন্দ্রীয় জাতীয়তাবাদী প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্রভিত্তিক) মোঃ কবির হাসান মৃধার নেতৃত্বে এ গণসংযোগ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার দলের সম্পাদক মোঃ আকবর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার দলের যুক্তরাষ্ট্রভিত্তিক সভাপতি আজিজুল সামাদসহ দলটির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন থেকে শিকারপুর ইউনিয়নের সাকুরা পাম্প এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
দুপুর ১টার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নির্বাচনী পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরবর্তীতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ কবির হাসান মৃধা তার নিজ গ্রাম বামরাইল ইউনিয়নের হস্তিসুন্ড গ্রামে পিতা-মাতার কবর জিয়ারত করেন। এরপর তিনি হস্তিসুন্ড ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সভাপতি হিসেবে একটি বিশেষ সভা পরিচালনা করেন।
দিনের শেষভাগে তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুনরায় গণসংযোগ চালিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।