২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী প্রচারণা করায় জামায়াতে ইসলামীর কর্মী আব্দুল করিম শিকদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ করা হয়।

মিছিলটি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বাইপাস সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা কবির হোসেন, বাংলাদেশ বানী পত্রিকার প্রকাশক এ্যাডঃশাহ আলম, এনসিপির উপজেলা সমন্বয়ক শাকিল আহমেদ,মূখ্য সমন্বয়ক তানিম আহমেদ,এনসিপির যুব সংগঠন এর কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক বদিউন নবি পলাশ, ইসলামি ছাত্র শিবির এর জেলা সভাপতি এনামূল ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে বিএনপির যুবদল নেতা ও ৭ নম্বর ওয়ার্ড সভাপতি বাচ্চু হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অভিযুক্ত ব্যক্তি এখনো গ্রেপ্তার এড়াচ্ছেন। সমাবেশে বক্তাতারা আরও বলেন, “সন্ত্রাসীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও তাকে গ্রেপ্তার করা হয় না—এটি অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে বাচ্চু হাওলাদারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নইলে আন্দোলন আরও জোরদার করা হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top