তারেক, গাজীপুর প্রতিনিধি:
উপজেলা ভিত্তিক সফলতা অর্জন ২০২৫ এ জাতীয় পর্যায়ে দশম স্থান অর্জন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শ্রীপুর, গাজীপুর।
এ বিশাল অর্জন যার কঠোর পরিশ্রম ত্যাগ তিতিক্ষা কঠোর পরিশ্রমের মাধ্যমে এসেছে, এসেছে সফলতা, সেবা গ্রহীতা পাচ্ছে সেবার মান,রোগীদের সেবার মান চমৎকারভাবে বেগবান হচ্ছে। এ যেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন প্রাণ ফিরে পেয়েছে।
বিগত টাইমে ইসকনের সদস্য ছিলেন প্রণয় ভুষণ দাস, তিনি এই হাসপাতালের দায়িত্বে থাকা অবস্থায় হাতে লাল ফিতা পরে প্রত্যেক মন্দিরে মন্দিরে চষে বেড়িয়েছেন, হাসপাতালে কেমন সেবার মান হলো এ বিষয়ে সে একেবারেই বে খবর ছিলেন!
বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্নধার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম শ্রীপুর বাসীর নয়নের মনি হয়ে উঠেছেন অল্প দিনের ব্যবধানে ।