মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদন ও বিপননের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
অভিযানকালে সোনাপুর বাজারের সাহা মিষ্টান্ন ভান্ডার-এ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মিঠু কুমার সাহাকে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালতে মোট ১টি মামলা দায়ের করা হয় এবং ১ জনকে দণ্ডিত করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।