২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অনেক নেতা শহিদ হওয়ার পরও হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়েছে: আইআরজিসি উপপ্রধান

ইরানি ইসলামী রেভ্যুলুশনারি গার্ডসের (আইআরজিসি) উপপ্রধান আলী ফাদাভি জানিয়েছেন, হিজবুল্লাহর শক্তি বাড়ছে এবং তারা ইসরাইলি হামলার পরও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি এক বক্তব্যে ইসরাইলকে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর তাসনিম নিউজের।

আলী ফাদাভি বলেন, হিজবুল্লাহ অনেক নেতা শহিদ হওয়ার পরও কেউ ভুল করে ভাবছে যে হিজবুল্লাহ শেষ হয়ে গেছে, কিন্তু আসলে তারা আরও শক্তিশালী হয়েছে এবং ইসরাইলিদের বিরুদ্ধে ক্রমগত অপ্রত্যাশিত আঘাত দিয়ে যাচ্ছে।

ফাদাভি আরও উল্লেখ করেন, বর্তমানের প্রতিরোধ আন্দোলন ইরান, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন এবং ইয়েমেনের মধ্যে বিস্তৃত হয়ে উঠেছে, যা একসঙ্গে কাজ করছে। তিনি ইসরাইলের দখলকৃত অঞ্চলের বিষয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র প্রয়োজন হলে সব ইসরাইলিকে নিশ্চিহ্ন করতে সক্ষম।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top