আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের হালিশহর মুন্সিপাড়ায় একটি প্লাস্টিক পণ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাশের একটি বহুতল ভবনের একাধিক কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় স্থানীয়রা ভবনের নিচতলা থেকে আগুনের শিখা ও ধোঁয়া উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, গুদামের ভেতরে রাখা পটকা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন প্লাস্টিক ক্যারেটের স্তূপে ছড়িয়ে পড়ে। এতে গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং পাশাপাশি থাকা একটি বহুতল ভবনের পাঁচটি ফ্লোর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের সময় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিচে নেমে আসেন এবং নিরাপদ স্থানে আশ্রয় নেন।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানায়, এ ঘটনায় আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার মূল কারণ নির্ণয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।