২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির রাজাপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের চাড়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার বিকাল ৩টায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাহুল চন্দ, অফিসার ইনচার্জ জনাব মোঃ ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মোস্তফা আলম, এডহক কমিটির সভাপতি জনাব মোঃ ইছা ফরাজী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিশ্বজিৎ অধিকারী।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, গজল, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, গীতা পাঠ, নৃত্য, দলীয় সংগীত ও জারি গান পরিবেশিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আগামী বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। তোমরা যদি সৎ ও শিক্ষিত হও, তাহলে সমাজ থেকে দুর্নীতি দূর হবে।” তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “আপনার সন্তানকে অবশ্যই বিদ্যালয়ে পাঠাবেন এবং সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলবেন।”

অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

সভাপতি জনাব মোঃ ইছা ফরাজী ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top