২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান)/স্নাতক ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একযোগভাবে পরিচালিত এই ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে, যা তাদের জন্য একটি মাত্র পরীক্ষায় ভর্তির সুযোগ সৃষ্টি করবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত যোগ্যতা নিম্নরূপ:

ভর্তি পরীক্ষার যোগ্যতা:

২০২০, ২০২১, এবং ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবং বিভিন্ন ডিপ্লোমা কোর্সে (যেমন, ডিপ্লোমা-ইন-কমার্স, এইচএসসি ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। আবেদনকারীদের শাখা অনুযায়ী ইউনিট ভিত্তিক যোগ্যতা থাকতে হবে।

ইউনিট ভিত্তিক যোগ্যতা:

– ইউনিট A (বিজ্ঞান):
বিজ্ঞান শাখায় এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে।

– ইউনিট B (মানবিক):
মানবিক শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে।- ইউনিট C (বাণিজ্য):
বাণিজ্য শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ:

এ বছর ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এই ভর্তি পরীক্ষার অংশ হিসেবে শিক্ষার্থী নিয়োগ করবে। ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজ নিজ যোগ্যতা অনুসারে শিক্ষার্থীকে ভর্তি করার সুযোগ প্রদান করবে।

আবেদন প্রক্রিয়া:
আগামী দিনগুলোতে পরীক্ষার জন্য আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সমস্ত প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে জানানো হবে।

এবারের এই সমন্বিত ভর্তি পরীক্ষাটি শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যাতে তারা একযোগে দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চিন্ময়ের জামিন নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

  নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাইকোর্ট থেকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন না। তিনি বলেন,

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ সফলভাবে সম্পন্ন

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ আজ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে চূড়ান্ত

চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৫১, মোট প্রাণহানি ছাড়াল ৫২ হাজার

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১৩ জন। এতে করে ২০২৩ সালের

Scroll to Top