১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সেনাপ্রধানের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভের সৌজন্য সাক্ষাৎ

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান রোসাটম (Rosatom) এর মহাপরিচালক (ডিজি) জনাব অ্যালেক্সেই লিখাচেভ আজ একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সেনাসদরে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে, তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের চলমান কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। রোসাটমের মহাপরিচালক বাংলাদেশ সেনাবাহিনীকে প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত পেশাদারিত্বের সাথে সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়া, প্রকল্পটি সময়মত বাস্তবায়নে যৌথ সহযোগিতার গুরুত্বও উঠে আসে আলোচনায়। রোসাটমের মহাপরিচালক বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা আমাদের প্রকল্পের সফল বাস্তবায়নে মূখ্য ভূমিকা পালন করছে।”

সাক্ষাৎকালে, বাংলাদেশের সেনাপ্রধান রূপপুর প্রকল্পের উন্নয়ন এবং বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আশাবাদী ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মান্যবর রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।রোসাটম এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নিরাপত্তা এবং সফল বাস্তবায়নের ক্ষেত্রে আরও দৃঢ় সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে আশা করা যাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top