২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

পটিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রমজান স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল

মো: রাশেদুল্লাহ আলমদার, পটিয়া প্রতিনিধিঃ

দ্রব্যমূল্য সহনশীল রাখতে এবং পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পটিয়ায় মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার আছরের নামাজের পর পটিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পটিয়া পৌরসভা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মিছিলটি উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ আসন পটিয়ার জামায়াতের প্রার্থী ও চট্টগ্রাম শেভরেন ক্লিনিক এন্ড হসপিটালের চেয়ারম্যান ডা. ফরিদুল আলম। মিছিলে হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন এবং রমজানের পবিত্রতা সম্পর্কে নানা স্লোগান দেন।

পটিয়া পৌরসভা চত্বরে উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দীনের সভাপতিত্বে মিছিলোত্ত্বর সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক বাশঁখালী উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক।
কালারপোল থানা জামায়াতের আমীর নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মোজাফফর আহমদ, পটিয়া পৌরসভা জামায়াতের আমীর সেলিম উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. সাদেক, পটিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, কালারপুল থানা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহীম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাহমুদুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জয়নাল আবেদীন আয়াজ, নজরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বদরুল হক বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। কিছু অসাধু চক্র রমজান মাসকে টার্গেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে নৈরাজ্য সৃষ্টি করে। প্রশাসনকে এ ব্যাপারে কঠোর ভাবে ভূমিকা রাখতে হবে। অশ্লীলতা বন্ধ, রোজার সময় দিনের বেলা হোটেল বন্ধ রাখার জন্য হোটেল মালিকদের প্রতি অনুরোধ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top