১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ

প্রতি বছরের মতো এই বছরও এক জাঁকজমকপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। রোজ শুক্রবার (১৪ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শহিদ সাজিদ ভবনের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের ৩১৫ নং কক্ষে ইফতার মাহফিলটির আয়োজন হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবির উপাচার্য অধ্যাপক ড. মোহা: রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

প্রধান অতিথি ড. ফায়েজ তাঁর বক্তব্যে বলেন, এখন অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে সরকার সময় পার করছে। তারপরও যতটুকু সম্ভব আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের কল্যাণে যা কিছু করা প্রয়োজন তা করবো। এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী। কিন্তু তাদের ছেলেদের জন্য কোনো হল নেই। মেয়েদের জন্য মাত্র একটি ছাত্রী হল আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট আমরা বুঝি।জগন্নাথের ছেলে ও মেয়ে উভয়েই অনেক স্ট্রাগল করে।

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করে তিনি আরো বলেন, এই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক বেশি অবদান রয়েছে। এটি যখন কলেজ ছিলো তখনও এর গৌরব ছিলো। শিক্ষা বাজেট বরাদ্দে আগের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রাধিকার পাবে বলে আরো জানান তিনি।

এছাড়া বিশেষ অতিথি জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল বিহীন কষ্টে পড়াশোনা করে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলছে। আমরা আশা করবো ইউজিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে সুদৃষ্টি দেবে। সর্বোচ্চ সহযোগিতা করবে।

উল্লেখ্য, জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমনের সঞ্চালনায় ও সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক তাজ্জাম্মুল হক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভুঁইয়াসহ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের ডিন, জবি শিক্ষক সমিতির নেতারা, বিভিন্ন বিভাগের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top