২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অষ্টম শ্রেনির শিক্ষার্থী নিহত

জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেল পথের সিরাজগঞ্জের উল্লাপাড়া চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ছাত্রীর নাম রিতু খাতুন (১৪)। সে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল রিতু।

রিতুর স্বজনেরা জানান, রিতুর মা-বাবা বেঁচে নেই। উল্লাপাড়ায় তার ফুফুর বাড়ি থেকে পড়া লেখা করত।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন জানান, ভোরে রাজশাহী থেকে একটি মালবাহী ট্রেন ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি উল্লাপাড়ার চরঘাটিনা রেলগেটে পৌঁছালে রিতু খাতুন ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ থেকে মাথা বিছিন্ন হয়ে যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top