২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

প্রেস ক্লাব খোকসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
খোকসা প্রেস ক্লাবের উদ্যোগে এক মিলনমেলার আবহে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। গত ২৫শে মার্চ (মঙ্গলবার) প্রেস ক্লাবের নিজস্ব আয়োজনে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ আহম্মেদ আজমল। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিকগণ, প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন, সাংবাদিক মোঃ নুর আলম পাপ্পু, হাফিজুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক মোক্কারক হোসেন, সাংবাদিক মোঃ শামীম হোসেন, শেখ মোঃ নাজিম উদ্দীন, মোঃ মারুফ হোসেন, মোঃ আমিরুল ইসলাম ও মোঃ কনক হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ আহম্মেদ আজমল বলেন, “পবিত্র রমজান আমাদের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। সাংবাদিকদের দায়িত্ব সমাজের সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। প্রেস ক্লাব সবসময় সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে কাজ করবে।”

সভাপতি পুলক সরকার বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। ন্যায় ও নিরপেক্ষতার সঙ্গে সত্য তুলে ধরাই আমাদের প্রধান দায়িত্ব। সমাজের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর আলম পাপ্পু বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতা। আমরা ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারব।”

ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top