১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিতর্কিত ওয়াকফ বিল পাসের কপি সংসদে ছিঁড়লেন হায়দ্রাবাদের মুসলিম সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিতর্কিত বিল পাস হয়েছে, যা মুসলিমদের দান করা সম্পত্তি ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চায়। ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নামে বিলটি বুধবার রাতে তীব্র বিতর্কের পরও পাস হয়। সেই বিলের আলোচনায় অংশ নিয়ে বিলের কপি ছিঁড়ে ফেললেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।

বিলের আওতায় দুজন অমুসলিম সদস্যকে ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যা বিরোধীরা কঠোরভাবে প্রতিবাদ করেছে। ভারতে মুসলমানদের দান করা ওয়াকফ সম্পত্তি— ৩৮ লাখ একর জমির ওপর সরকারের নিয়ন্ত্রণ নিচ্ছে।

বিলটি পাস হওয়ার পর আসাদউদ্দিন ওয়াইসি গর্জে উঠেন।

তিনি বলেন, সরকার যে আইন তৈরি করছে তা সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করা হয়েছে। বিজেপি দেশে সংঘাত তৈরি করতে চাইছে। আগামীকাল কালেক্টর এবং ডিএম বলবেন যে এটি সরকারি সম্পত্তি এবং সেখানে পোস্টার সাঁটাবেন। মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে।

দেশের বৃহত্তম সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে বলেও দাবি করেন ওয়াইসি। তার বক্তব্য, এই বিল মুসলিমদের দারিদ্র্য দূর করবে না।
হায়দরাবাদের এই সংসদ সদস্য আরও বলেন, এই বিল সব ধর্মের সমতার যে সাংবিধানিক বিধান রয়েছে, তার পরিপন্থি। এটি সংবিধানের ২৫ অনুচ্ছেদেরও লঙ্ঘন করে বলে দাবি করেছেন তিনি।

সরকার দাবি করছে, বিলটি ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে। তবে বিরোধী দল এবং মুসলিম গোষ্ঠীগুলি এটি ভারতের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার দুর্বল করার চেষ্টা বলে অভিযোগ করছে।

বিলটি লোকসভায় ২৮৮ ভোটে পাস হয়, ২৩২ জন এর বিপক্ষে ভোট দেন। এরপর এটি রাজ্যসভায় পাঠানো হয়েছে এবং সেখানে পাস হলে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে।

বিলটি মুসলিমদের দান করা মসজিদ, মাদ্রাসা, আশ্রয় কেন্দ্র এবং ভূমির মতো সম্পত্তিগুলো নিয়ন্ত্রণ করবে। বিরোধীরা দাবি করছে, বিলটি সরকারকে এই সম্পত্তিগুলোর ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ দেয় এবং মুসলিম ধর্মীয় কর্মকাণ্ডে হস্তক্ষেপের পথ খুলে দেয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নতুন বাবরি মসজিদ বানাবে পাকিস্তানি সেনারা: মোহাম্মদ জাই খান

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: ভারতের উত্তরপ্রদেশের অযোদ্ধায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে ‘নতুন বাবরি মসজিদের প্রথম ইট’ পাকিস্তানি সেনারা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের

এলওসিতে উত্তেজনা: পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়ায় পালাল ভারতের ৪ যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছাকাছি এসে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের ৪টি যুদ্ধবিমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এ

ভারতের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের প্রমাণ পেয়েছে পাকিস্তান: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করার প্রেক্ষাপটে মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে,

কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় ভারতীয় সেনাকে দায়ী করলেন শহীদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় ভারতীয় সেনাবাহিনীকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তানের টেলিভিশন

Scroll to Top