৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ওয়াকফ বিল চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

সম্প্রতি ভারতের সংসদে পাস হওয়া ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ নিয়ে দেশটিতে তোলপাড় চলছে। এর সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে। এবার এটি চ্যালেঞ্জ করতে কংগ্রেস শিগগিরই ভারতের সুপ্রিম কোর্টে যাবে। বিষয়টি নিশ্চিত করেছে দলটির শীর্ষ নেতৃত্ব।

শুক্রবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় টানা ১৩ ঘণ্টার বিতর্কের পর বিতর্কিত এই বিলটি পাস হয়। এর একদিন আগে বৃহস্পতিবার ভোরে বিলটি লোকসভায় পাস হয়। এর পক্ষে পড়ে ২৮৮ ভোট, বিপক্ষে যায় ২৩২ ভোট।

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘ভারতীয় জাতীয় কংগ্রেস খুব শিগগিরই সুপ্রিম কোর্টে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করবে। আমরা আত্মবিশ্বাসী এবং সংবিধানের নীতিমালা, বিধান ও চর্চার ওপর মোদি সরকারের সব আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাব।’

রাজ্যসভায় ওয়াকফ বিল নিয়ে হওয়া আলোচনায় বিরোধী দলগুলো বিলটির তীব্র বিরোধিতা করে একে ‘মুসলিম-বিরোধী’ এবং ‘অসাংবিধানিক’ বলে আখ্যা দেয়। সরকার পক্ষ থেকে জবাবে বলা হয়, এটি একটি ‘ঐতিহাসিক সংস্কার’, যা সংখ্যালঘু সম্প্রদায়ের ‘উপকারে’ আসবে। রাজ্যসভায় এই বিলটির পক্ষে ভোট পড়ে ১২৮টি এবং বিপক্ষে ৯৫টি।

জয়রাম রমেশ এও উল্লেখ করেন যে, নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯, তথ্য অধিকার আইন সংশোধনী, ২০১৯, নির্বাচন বিধিমালার সংশোধনী, ২০২৪ এবং উপাসনাস্থল আইন, ১৯৯১– এসব ইস্যুতেও কংগ্রেস সুপ্রিম কোর্টে মামলা করেছে এবং প্রতিটি বিষয়ে আদালতে শুনানি চলছে। কংগ্রেসের বক্তব্য অনুযায়ী, তারা সংবিধানের চেতনা ও কাঠামো রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ সফলভাবে সম্পন্ন

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ আজ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে চূড়ান্ত

এলওসিতে উত্তেজনা: পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়ায় পালাল ভারতের ৪ যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছাকাছি এসে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের ৪টি যুদ্ধবিমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এ

চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর

ভারতের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের প্রমাণ পেয়েছে পাকিস্তান: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করার প্রেক্ষাপটে মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে,

Scroll to Top