৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ অবৈধ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। বৃহস্পতিবার সেলাঙ্গর রাজ্যের কাজাং স্টপওভার সেন্টারে পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের নাগরিকদের আটক করা হয়।

মালয়েশিয়ান ইমিগ্রেশনের (অপারেশন) ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবক তাহা এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ছয়টি ব্লকের অন্তর্ভুক্ত ৯০টি প্রাঙ্গণে অভিযান চালানো হয়। অভিযানে মোট ১,০৩৫ জনের কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৭৮৫ জন ছিলেন বিদেশি এবং ২৫০ জন স্থানীয় নাগরিক।

যাদের বৈধ কাগজপত্র ছিল না, তাদের মধ্য থেকে ২৪২ জন পুরুষ ও ৪৬ জন নারীকে আটক করা হয়। আটকদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। এদের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলংকা এবং সুদানের নাগরিক।

জাফরি এমবক তাহা জানান, এই এলাকায় এমন অভিযান এটিই প্রথম নয়। সময়-সময়ে ধারাবাহিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

এলওসিতে উত্তেজনা: পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়ায় পালাল ভারতের ৪ যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছাকাছি এসে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের ৪টি যুদ্ধবিমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এ

ভারতের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের প্রমাণ পেয়েছে পাকিস্তান: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করার প্রেক্ষাপটে মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে,

কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় ভারতীয় সেনাকে দায়ী করলেন শহীদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় ভারতীয় সেনাবাহিনীকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তানের টেলিভিশন

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৫১, মোট প্রাণহানি ছাড়াল ৫২ হাজার

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১৩ জন। এতে করে ২০২৩ সালের

Scroll to Top