নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা বিমান হামলায় একদিনেই কমপক্ষে ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। সোমবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রোববার গাজা জুড়ে ইসরাইলিদের অবিরাম বোমাবর্ষণে প্রাণ হারিয়েছেন ৩৭ জন। নিহতদের মধ্যে ছয় ভাই ছিলেন, যারা স্বেচ্ছাসেবী হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের মাঝে খাবার বিতরণ করছিলেন।
এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজার আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে ইসরাইলি হামলার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় এক শিশু রোগীর মৃত্যু হয়েছে। এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সাল থেকে চলমান ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৪৪ জনে। আহত হয়েছেন মোট ১ লাখ ১৬ হাজার ১৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আহত হয়েছেন ১১১ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরাইল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে মার্চের মাঝামাঝিতে সেই চুক্তি ভঙ্গ করে পুনরায় বিমান হামলা শুরু করে তারা।
গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭৪ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।