২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ

২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটে এই ঘোষণা দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য ও কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে https://acas.edu.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রদান করে।

এবারের পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর (সিজিপিএসহ) ছিল ১২৯.৭৭ এবং সর্বনিম্ন ছিল ৯২.১০। মোট ৩৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৯৪ হাজার ২০ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮০ হাজার ৮৯০ জন।

প্রকাশিত ফলাফলের ভিত্তিতে মোট আসনের দ্বিগুণ সংখ্যক পরীক্ষার্থীর একটি অপেক্ষমাণ তালিকা তৈরি করা হয়েছে। কেউ চাইলে আগামী ১৬ ও ১৭ এপ্রিল ১ হাজার টাকা জমা দিয়ে ফলাফল চ্যালেঞ্জ করতে পারবেন। পছন্দের বিশ্ববিদ্যালয় নির্বাচনের সুযোগ থাকবে ২২ এপ্রিল পর্যন্ত।

বাকৃবি উপাচার্য জানান, আগামী ২২ জুনের মধ্যে কৃষি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ করা হবে। কোটাভুক্ত আসন পূর্ণ না হলে তা মেধাতালিকায় স্থানান্তর করা হবে যাতে সব আসনে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, “এবার যারা চান্স পেয়েছে, তারা প্রকৃত অর্থে মেধাবী। তাদের মেধা ও জ্ঞান দিয়ে তারা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top