৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

সিরিয়া-আজারবাইজান প্রথম বৈঠক: জ্বালানি খাতে নতুন সহযোগিতার সম্ভাবনা

 

নিজস্ব প্রতিবেদক:
অ্যান্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ববৈঠকে প্রথমবারের মতো বৈঠকে মিলিত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তেল ও গ্যাস খাত পুনর্গঠনে আজারবাইজানের সম্ভাব্য সহায়তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্ররা।

সূত্র জানায়, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তেল-গ্যাস ক্ষেত্রগুলো বর্তমানে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDF)-এর নিয়ন্ত্রণে থাকলেও, সিরিয়া সেখানে আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সোকার (SOCAR)-কে সম্পৃক্ত করে উন্নয়ন পরিকল্পনা করছে।

চলতি মাসেই সোকার তুর্কি শাখার প্রধান এলচিন ইবাদোভ জানিয়েছেন, কৌশলগত স্বার্থ থাকলে তারা সিরিয়ায় কাজ করতে প্রস্তুত। এরইমধ্যে এসডিএফ ও সিরীয় সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে প্রশাসনিক নিয়ন্ত্রণ সিরীয় সরকারের হাতে ফেরত যাওয়ার কথা রয়েছে।

নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী, তেল-গ্যাস আয়ের ৭০% যাবে কেন্দ্রীয় সরকারে, আর ৩০% ব্যবহার হবে স্থানীয় চাহিদা পূরণে।

এদিকে, একজন তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়া-আজারবাইজান ঘনিষ্ঠতা ইসরায়েলের শঙ্কা কমাতে পারে। বিশেষ করে যখন ইসরায়েল সিরিয়ার ঘাঁটিতে হামলা চালাচ্ছে এবং তুরস্ক ও ইসরায়েল আজারবাইজানে ডিকনফ্লিকশন বৈঠক করছে।

বর্তমানে সিরিয়ায়:

  • দৈনিক তেল উৎপাদন: ১.১০ লাখ ব্যারেল (২০১০ সালে ছিল ৩.৮৫ লাখ ব্যারেল)
  • গ্যাস উৎপাদন: ৯.১ মিলিয়ন ঘনমিটার (২০১০ সালে ছিল ৩০ মিলিয়ন ঘনমিটার)
  • উৎপাদনের বড় অংশ এসডিএফ-নিয়ন্ত্রিত

যুদ্ধকালীন নিষেধাজ্ঞায় ১১টি বড় তেল কোম্পানি সিরিয়া ছেড়ে গিয়েছিল। তবে এবার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। যুক্তরাষ্ট্রও ‘জেনারেল লাইসেন্স ২৪’ জারি করে ছয় মাসের জন্য লেনদেন অনুমোদন দিয়েছে, যা ৮ জুন শেষ হবে।

অন্যদিকে ওয়াশিংটনের শর্ত আরও কঠোর হচ্ছে— যেমন, সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান ও ফিলিস্তিনি দলগুলোকে বহিষ্কার।

এই পরিস্থিতিতে, আঞ্চলিক ভারসাম্য বজায় রেখে আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে জ্বালানি খাতকে কেন্দ্র করে অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করতে চায় নতুন সিরীয় সরকার।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

এলওসিতে উত্তেজনা: পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়ায় পালাল ভারতের ৪ যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছাকাছি এসে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের ৪টি যুদ্ধবিমান। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এ

ভারতের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের প্রমাণ পেয়েছে পাকিস্তান: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করার প্রেক্ষাপটে মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে,

কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় ভারতীয় সেনাকে দায়ী করলেন শহীদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় ভারতীয় সেনাবাহিনীকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তানের টেলিভিশন

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৫১, মোট প্রাণহানি ছাড়াল ৫২ হাজার

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১৩ জন। এতে করে ২০২৩ সালের

Scroll to Top