৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশটিতে ব্যবসা-বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। দোহায় আয়োজিত আর্থনা সম্মেলনের একান্ত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে একটি বিস্ময়কর সম্ভাবনাময় দেশ। প্রতিবেশী নেপাল, ভুটান এবং ভারতের সাতটি রাজ্যের কোনো সমুদ্রবন্দর নেই। তাদের এসব সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হলে বাংলাদেশ প্রযুক্তি জানা তরুণদের শক্তিতে একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে।

বিভিন্ন দেশের উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা চাইলে বাংলাদেশে কারখানা স্থানান্তর করতে পারে, আর সরকারের পক্ষ থেকে এতে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশ সম্প্রতি একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছিল, যেখানে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যাপক আগ্রহ পাওয়া গেছে।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের সর্বাধিক জনবহুল আটটি দেশের একটি। প্রায় ১৮ কোটি মানুষ একটুখানি জমিতে বসবাস করে, যা ঘনবসতির দিক থেকে অন্যতম। দেশের অর্ধেক জনগণের বয়স ৩৭ বছরের নিচে, এবং তাদের প্রযুক্তি ব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে অর্থনীতি, বিচার ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাত সংস্কারে কাজ করছে, যা পূর্ববর্তী সরকারের দীর্ঘ মেয়াদি শাসনামলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ এবং জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

২০২৪ সালের বন্যা ছিল অপ্রত্যাশিত ও গভীর ক্ষতির: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বন্যাকে ‘স্বাভাবিক বন্যা’ নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এটি ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার। তিনি বলেন, “আমরা যখন

আইনশৃঙ্খলা এখন অনেকটাই নিয়ন্ত্রণে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ

পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ

দুমকী উপজেলায়, শহিদ কণ্যার ধর্ষণ ও আত্মহত্যার নেপথ্যে প্রেমিক ইমরান মুন্সি, ধরাছোঁয়ার বাইরে

জাকির হোসেন হাওলাদার , দুমকী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, আলোচিত জুলাই বিপ্লবের শহিদ জসীম উদ্দিন হাওলাদারের কন্যা ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে

Scroll to Top