৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

কাশ্মীরে পর্যটকদের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। পাহাড়ঘেরা মনোরম এই পর্যটন এলাকাটিতে ঘটে যাওয়া ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ ঘটনার নিন্দা জানিয়েছেন। এই হামলার সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভারতের সফরে ছিলেন, যার ফলে ঘটনাটি আন্তর্জাতিকভাবে আরও গুরুত্ব পাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই হামলাটি ‘ফলস ফ্ল্যাগ’ হিসেবে সাজানো হয়ে থাকতে পারে। অতীতেও ভারতের ক্ষমতাসীন দল রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এমন হামলার পরিকল্পনা করেছে বলে অভিযোগ রয়েছে। এই ধরনের ঘটনা প্রায়ই অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করা এবং পাকিস্তানবিরোধী মনোভাব উস্কে দেওয়ার কৌশল হিসেবে ব্যবহার হয় বলে ধারণা করা হচ্ছে।

হামলার পরপরই ভারতের কিছু সংবাদমাধ্যম এবং গোয়েন্দা সংস্থা ‘র’-এর ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো পাকিস্তানকে অভিযুক্ত করে নানা ভিত্তিহীন দাবি ছড়াতে শুরু করে। এমনকি হামলাটি ধর্মীয় বিদ্বেষপ্রসূত দাবি করে বলা হয়, অমুসলিম পর্যটকদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকে অঞ্চলটিতে সহিংসতা ও অস্থিরতা বেড়ে যায়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর বহিরাগতদের বসতি স্থাপনের সুযোগ সৃষ্টি হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষের জন্ম দেয়। এই ঘটনার প্রেক্ষাপটেও সেই উত্তেজনার প্রতিফলন দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভারতের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের প্রমাণ পেয়েছে পাকিস্তান: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করার প্রেক্ষাপটে মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে,

কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় ভারতীয় সেনাকে দায়ী করলেন শহীদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় ভারতীয় সেনাবাহিনীকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তানের টেলিভিশন

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৫১, মোট প্রাণহানি ছাড়াল ৫২ হাজার

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১৩ জন। এতে করে ২০২৩ সালের

পানিবন্ধের হুমকির জবাবে ‘পাথর ছোড়ার’ হুঁশিয়ারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ভারতের পানিবন্ধের হুমকির কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, “একটি ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব।” মঙ্গলবার

Scroll to Top