৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ধান-চাল ক্রয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং হবে: খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

ধান-চাল সংগ্রহে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর বাজার মনিটরিং চালানো হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার খাদ্য গুদামে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, “কৃষক কষ্ট করে ফসল ফলান। তাদের উপযুক্ত মূল্য না দিলে তারা উৎসাহ হারাবে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা নির্ধারণ করেছে, যাতে করে তারা হয়রানির শিকার না হন।”

তিনি আরও বলেন, “কোনো ধরনের ভোগান্তি ছাড়া কৃষকরা যেন সরাসরি গুদামে ধান বিক্রি করতে পারেন, সে জন্য খাদ্য বিভাগ সর্বোচ্চ নজরদারিতে থাকবে। আমি নিজেও এই কার্যক্রম পর্যবেক্ষণ করব।”

গত আমন মৌসুমের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, “তখন কোনো রকম সিন্ডিকেট ছাড়াই ধান সংগ্রহ করা সম্ভব হয়েছিল। এবারও একইভাবে মনিটরিং করা হবে। কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা এবং সুনামগঞ্জ জেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ প্রমুখ।

পরে খাদ্য উপদেষ্টা শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৬৪৫ মেট্রিক টন। প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করবে সরকার, যা মণপ্রতি ১,৪৪০ টাকা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

২০২৪ সালের বন্যা ছিল অপ্রত্যাশিত ও গভীর ক্ষতির: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বন্যাকে ‘স্বাভাবিক বন্যা’ নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এটি ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার। তিনি বলেন, “আমরা যখন

আইনশৃঙ্খলা এখন অনেকটাই নিয়ন্ত্রণে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ

পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ

দুমকী উপজেলায়, শহিদ কণ্যার ধর্ষণ ও আত্মহত্যার নেপথ্যে প্রেমিক ইমরান মুন্সি, ধরাছোঁয়ার বাইরে

জাকির হোসেন হাওলাদার , দুমকী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, আলোচিত জুলাই বিপ্লবের শহিদ জসীম উদ্দিন হাওলাদারের কন্যা ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে

Scroll to Top