৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ইসরাইলি অস্ত্রচুক্তি বাতিল করলো স্পেন

নিজস্ব প্রতিবেদক:

ইসরাইলি কোম্পানি আইএমআই সিস্টেমসের সঙ্গে ৭.৫ মিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি বাতিল করেছে স্পেন। সরকারের বামপন্থি জোটের সহযোগীদের চাপের কারণেই চুক্তিটি বাতিল করা হয়েছে।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই চুক্তি বাতিল করেন। কারণ বামপন্থি দল সুমার হুমকি দিয়েছিল, যদি চুক্তি বাস্তবায়ন করা হয়, তারা সরকারি জোট থেকে বেরিয়ে যাবে।

স্প্যানিশ সরকারি রীতি অনুসারে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র বৃহস্পতিবার আলজাজিরাকে বলেন, আলোচনার সব পথ শেষ করার পর, প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইসরাইলি কোম্পানি আইএমআই সিস্টেমসের সঙ্গে এই চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনের কড়া সমালোচনা করে স্পেন। সে সময় দেশটি ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রতিশ্রুতি দেয়। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেন ঘোষণা দেয়, তারা আর ইসরাইল থেকে কোনো অস্ত্র কিনবে না। তবে একই মাসেই স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইএমআই সলিউশনের সঙ্গে ১৫ মিলিয়ন রাউন্ড গোলাবারুদ কেনার একটি চুক্তি স্বাক্ষর করে, যা স্পেনের আধা-সামরিক পুলিশ বাহিনী সিভিল গার্ডের জন্য বরাদ্দ ছিল।

সুমার দলের পাঁচ মন্ত্রীর প্রবল আপত্তির পর স্প্যানিশ সরকার চুক্তি বাতিল করা সম্ভব কিনা, তা নির্ধারণে একটি জরিপ শুরু করে। স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আলজাজিরাকে বলেন, ২০২৪ সালের অক্টোবরে চুক্তির সম্ভাব্য সমাপ্তি নিয়ে একটি গবেষণা শুরু হয়। গবেষণার পর মন্ত্রণালয় রাষ্ট্রীয় আইনজীবীর সুপারিশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

বুধবার, ২৩শে এপ্রিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরাইলি কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান এড়াতে অস্ত্রচুক্তি বাতিল করার ছয় মাস পর তারা এ বিষয়ে এগিয়ে যাবে।

এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় দেশটির উপ-প্রধানমন্ত্রী ও সুমার নেত্রী ইয়োলান্ডা ডিয়াজ বার্সেলোনায় সাংবাদিকদের বলেন, এই চুক্তিটি অবশ্যই সংশোধন করা উচিত। আমি জোর দিয়ে বলছি, যখন আমরা ফিলিস্তিনিদের গণহত্যা দেখছি, তখন এটি একটি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করছেন শিন বেটপ্রধান রোনেন বার

নিজস্ব প্রতিবেদক: পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরাইলে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার। সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, আগামী ১৫ জুন তিনি

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা: শান্তি চান এরদোগান

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর চলমান এই সংঘাত

কাশ্মিরে পর্যটক হত্যা: পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানি মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এরই মধ্যে পারমাণবিক

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৫৩ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৫৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মেডিকেল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা

Scroll to Top