হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী ), ইতালি প্রতিনিধি:
আজ ইতালি মেস্ত্রে এলাকায় ৫ হাজার মানুষ রাস্তায় নেমেছিল ২৫ এপ্রিল, মুক্তি দিবস পালন করতে। কত আবেগ, কত শক্তি, কত গর্জে ওঠা স্লোগান! ১৯৪৫ সালে ২৫ এপ্রিল ইতালি মুক্ত হয়েছিল ফ্যাসিবাদ থেকে।অনেক তরুণ-তরুণী, শিশু, পরিবার, বয়স্ক মানুষ—সবাই মিলে স্লোগান বলল: “আমাদের শহর ফ্যাসিবাদ বিরোধী, আর এভাবেই সব সময় থাকবে থাকবে!” আমরা শুধু অতীতকে স্মরণ করতে আসিনি, আমরা এসেছি ভবিষ্যৎকে গড়তে। কারণ আমরা চাই এমন একটা দেশ যেখানে সবার অধিকার থাকবে, যেখানে কেউ পিছিয়ে পড়বে না, যেখানে সবাই নিজের মত করে বাঁচতে পারবে।
তরুণ প্রজন্মের সবাই মিলে প্রতিজ্ঞা করেছে: আমরা শুধু রক্ষা করব না আমাদের অধিকার, আমরা চাই আরও নতুন অধিকার, আরও ভালো ভবিষ্যৎ।আজ সকাল প্রচন্ড বৃষ্টি ছিল, সকাল ১০টায় রেলি শুরু হয় বৃষ্টি উপেক্ষা করে সবাই যুক্ত হন রেলিতে। ইতালিয়ান সংগঠন, রাজনৈতিক দল, বিরোধী দল সহ বাংলাদেশি ও বিদেশী সংগঠনে উপস্থিত ছিল অতুলনীয়। সবাই সবার স্থান থেকে নাগরিক অধিকার ও নিরাপত্তা, কাজ বাসস্তান ও অন্যান্য স্লোগানের বেনার ও পতাকা নিয়ে মেস্ত্রে স্টেশন থেকে শুরু করে মেস্ত্রে সেন্টার পর্যন্ত রেলি করেন।