নিজস্ব প্রতিবেদক:
ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। বুধবার ভোরে এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।
যদিও তিনি এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি এবং ভারতীয় পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তারার বলেন, “যেকোনো আগ্রাসনের জবাব দৃঢ়তার সঙ্গে দেওয়া হবে। এর ফলে দক্ষিণ এশিয়ায় যেকোনো মারাত্মক পরিণতির দায়ভার ভারতেরই বহন করতে হবে।”
পূর্বে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আসিফ আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছিলেন, ভারতের হামলা ‘আসন্ন’ এবং ইসলামাবাদ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, “আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হবে।”
এদিকে, জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ভারতের তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স অনীল চৌহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে জরুরি বৈঠক করেন। ওই বৈঠকে মোদি সশস্ত্র বাহিনীকে যে কোনো সময় হামলার অনুমতি দেন।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “ভারতের এমন হামলার পরিকল্পনার বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে, যার ভিত্তিতে বলা যাচ্ছে, ভারত ভিত্তিহীন অভিযোগ তুলে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে।”
মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদির বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের পর বুধবার সকাল ১১টায় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটি (সিসিএস)–র সঙ্গে আরেকটি বৈঠকে বসার কথা রয়েছে তার। এর আগে সীমান্ত বন্ধ, সিন্ধু নদ চুক্তি বাতিলসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈঠকে মোদি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং লক্ষ্যে কবে-কখন আঘাত হানতে হবে সে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা বাহিনীকে দেন।
বৈঠকের পর মোদির বাসভবনে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক বিষয়ক কমিটি (সিসিপিএ) এবং অর্থনৈতিক বিষয়ক কমিটির সঙ্গেও বৈঠকে বসবেন।
কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক এক হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করেছে।