নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর হাইকোর্ট বেঞ্চ রুলের চূড়ান্ত শুনানি শেষে তাকে জামিন দেন।
এর আগে, গত ৪ ফেব্রুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে আজ এ রুল নিষ্পত্তি করে জামিন মঞ্জুর করেন আদালত।
২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের কয়েকদিন পর, ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ও আরও ১৮ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, তারা দেশের সার্বভৌমত্ব ও সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন।
পরে, ২২ নভেম্বর রংপুরে চিন্ময়ের নেতৃত্বে আরেকটি সমাবেশ হয়। এরপর ২৫ নভেম্বর তাকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
চিন্ময়কে কারাগারে পাঠানোর আদেশকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার পর থেকে কারাগারেই ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। চলতি বছরের ২ জানুয়ারি তার জামিন আবেদন মহানগর দায়রা জজ আদালত খারিজ করে দেন। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী। দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে আজ হাইকোর্ট তাকে জামিন দেন।
আদালতের এ রায়ের পর চিন্ময়ের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তারা রায়ের পূর্ণ অনুলিপি হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবেন।