৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর হাইকোর্ট বেঞ্চ রুলের চূড়ান্ত শুনানি শেষে তাকে জামিন দেন।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে আজ এ রুল নিষ্পত্তি করে জামিন মঞ্জুর করেন আদালত।

২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের কয়েকদিন পর, ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ও আরও ১৮ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, তারা দেশের সার্বভৌমত্ব ও সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন।

পরে, ২২ নভেম্বর রংপুরে চিন্ময়ের নেতৃত্বে আরেকটি সমাবেশ হয়। এরপর ২৫ নভেম্বর তাকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

চিন্ময়কে কারাগারে পাঠানোর আদেশকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পর থেকে কারাগারেই ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। চলতি বছরের ২ জানুয়ারি তার জামিন আবেদন মহানগর দায়রা জজ আদালত খারিজ করে দেন। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী। দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে আজ হাইকোর্ট তাকে জামিন দেন।

আদালতের এ রায়ের পর চিন্ময়ের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তারা রায়ের পূর্ণ অনুলিপি হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ সফলভাবে সম্পন্ন

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ আজ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে চূড়ান্ত

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি

শেখ হাসিনার ‘হত্যার লাইসেন্স’ অডিওর ফরেনসিক প্রমাণ মিলেছে: ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া “২২৬টি মামলা হয়েছে, মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি” এমন বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে

জুলাই আন্দোলনে হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের পহেলগাঁওয়ে জুলাই আন্দোলনের সময় মাছ ব্যবসায়ী মো. মিলন হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি

Scroll to Top