মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ আজ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে চূড়ান্ত সমন্বিত মহড়া (LIVEX) এর মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৩ এপ্রিল শুরু হওয়া এই মহড়ায় অংশগ্রহণ করেছে বিমান বাহিনীর সব ইউনিট, যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, ইউএভি, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে মহড়াটি প্রত্যক্ষ করেন এবং পরে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। তিনি বলেন, “এই মহড়া বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তঃবাহিনী সহযোগিতার শক্তিশালী বার্তা বহন করে।”
এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান উপদেষ্টাকে বাহিনীর সদস্যদের অনুপ্রেরণার উৎস হিসেবে ধন্যবাদ জানান এবং বিমান বাহিনীর পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করেন।
এই মহড়ায় বিমান বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং বিএনসিসি অংশ নেয়, যা আন্তঃবাহিনী সমন্বয়ের এক উজ্জ্বল নিদর্শন।‘আকাশ বিজয়-২০২৫’ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রস্তুতি, প্রতিশ্রুতি ও সক্ষমতা পুনরায় দৃঢ়ভাবে তুলে ধরে।