আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
কওমি মাদরাসার দাওরায়ে হাদীস (মাস্টার্স) সনদধারীদের সরকারি-বেসরকারি কর্মক্ষেত্রে চাকরি এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতের দাবিতে আজ দুপুর ২টায় ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের একটি নয় সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান।
এর আগে বেলা ১১টায় আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান (দা.বা.)-এর সভাপতিত্বে ‘দাওরায়ে হাদীসের সনদ কার্যকরকরণ বিষয়ক সাবকমিটি’র এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কওমি মাদরাসা শিক্ষার্থীদের জন্য চাকরি ও উচ্চশিক্ষার সুযোগের বিষয়টিকে ন্যায্য অধিকার হিসেবে উল্লেখ করে বাস্তবায়নে সুপারিশ প্রণয়ন করা হয়।
সাবকমিটি প্রাথমিকভাবে যে ক্ষেত্রগুলোতে দাওরায়ে হাদীস সনদধারীদের নিয়োগের পরামর্শ দেয়, তা হলো
১) শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষা,
২) ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে,
৩) মডেল মসজিদসহ সরকারি মসজিদে ইমাম ও খতিব পদে,
৪) সামরিক ও আধাসামরিক বাহিনীতে ধর্মীয় শিক্ষক হিসেবে,
৫) কারাগারে ধর্মীয় শিক্ষক এবং
৬) মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে।
এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ইসলামিক স্টাডিজ’ ও ‘আরবি’ বিষয়ে এমফিল ও পিএইচডি এবং অন্যান্য বিষয়ে মাস্টার্স ভর্তির সুযোগ দেওয়ার সুপারিশও সভায় গৃহীত হয়।
সভায় কওমি মাদরাসার স্বকীয়তা রক্ষা এবং দারুল উলূম দেওবন্দের আট মূলনীতি কঠোরভাবে অনুসরণের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়।
সাবকমিটির সভা ও ধর্ম উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আব্দুল বছীর, মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরীদী।