নিজস্ব প্রতিবেদক:
গাজার পুরো ভূখণ্ড (৩৬৫ বর্গকিলোমিটার) দখলের পরিকল্পনা নিয়েছে ইসরাইল। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। পরিকল্পনায় গাজা দখল ও সেখানে সেনা মোতায়েন স্থায়ী করার বিষয়ও রয়েছে।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা কয়েক হাজার রিজার্ভ সেনা মোতায়েনেরও অনুমোদন দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর (১৩-১৬ মে) শেষ হওয়ার পর এই পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে বলে সূত্র জানিয়েছে। তবে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির বিষয়ে হামাসের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।
পরিকল্পনা অনুযায়ী, গাজার ২১ লাখ বাসিন্দাকে দক্ষিণে সরিয়ে নেওয়ার বিষয়ও বিবেচনায় রয়েছে, যা অঞ্চলটিতে মানবিক সংকট আরও তীব্র করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, গাজার যেসব অঞ্চল সেনারা দখল করেছে, সেখান থেকে তারা সরে আসবে না বরং স্থায়ীভাবে থাকবে। তিনি গাজায় আরও তীব্র হামলারও ইঙ্গিত দেন।
ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি বলেন, “নতুন এলাকায় অভিযান চালানো হবে এবং হামাসের সমস্ত অবকাঠামো ধ্বংস করা হবে।”
এদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পর গাজায় মানবিক সহায়তা বিতরণের অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। তবে সহায়তা যেন হামাসের নিয়ন্ত্রণে না যায়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করার কথাও বলা হয়েছে। হামাস এই সহায়তা সরাসরি বিতরণের প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে, তা আন্তর্জাতিক বা নিরপেক্ষ সংস্থার মাধ্যমে পরিচালিত হওয়া উচিত।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৩ জন নিহত ও ১১৯ জন আহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২,৫৬৭ জন এবং আহত হয়েছেন ১,১৮,৬১০ জন।