নিজস্ব প্রতিবেদক:
রাশিয়ার রাজধানী মস্কোতে গত দুই দিন ধরে টানা ড্রোন হামলার মুখে পড়েছে। ইউক্রেনীয় বাহিনী এই হামলাগুলি চালিয়েছে, যার ফলে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া জানায়, ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি বিমানবন্দরগুলো অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে, কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের প্রধান মহাসড়কে পড়ে, কিন্তু এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেন এখনও এই হামলার বিষয়ে মন্তব্য করেনি।
এদিকে, রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্মকর্তাদের মতে, এই হামলায় দুই কিশোর আহত হয়েছে এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাশিয়ার সামরিক ব্লগাররা জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী কুরস্ক অঞ্চলে সীমান্ত অতিক্রম করে সাঁজোয়া যান নিয়ে রুশ প্রতিরক্ষা অবস্থানে হামলা চালিয়েছে।
এই পরিস্থিতিতে, ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলের কর্তৃপক্ষ রাশিয়ার সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় দুটি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।