নিজস্ব প্রতিবেদক:
৬.৭ মিলিয়ন অনুসারীসম্পন্ন ‘মুসলিম’ নামের একটি জনপ্রিয় ইন্সটাগ্রাম পেজ ভারতে বন্ধ করে দিয়েছে মেটা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, ভারত সরকারের আইনি অনুরোধে মেটা ভারতের দর্শকদের জন্য পেজটি সীমাবদ্ধ করেছে।
বিশ্বব্যাপী মুসলমানদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা ও খবর প্রচার করত এই পেজটি। কিন্তু এখন ভারতে পেজটি দেখতে গেলে একটি বার্তা ভেসে উঠছে: “অ্যাকাউন্টটি ভারতে উপলব্ধ না। আমরা এই কনটেন্ট সীমাবদ্ধ করার আইনি অনুরোধ মেনে চলেছি।”
পেজটির প্রতিষ্ঠাতা আমের আল-খাত্তাবেহ এই পদক্ষেপকে সেন্সরশিপ আখ্যা দিয়ে বলেছেন, ভারত সরকারের অনুরোধে মুসলিম পেজটি ভারত থেকে ব্লক করা হয়েছে। তিনি আরও জানান, “ভারত থেকে শত শত বার্তা ও মন্তব্য পেয়েছি, যেখানে অনুসারীরা বলছেন, তারা একাউন্টটি দেখতে পাচ্ছেন না।”
মেটা এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এএফপিকে জানান, কোনো দেশের সরকার যদি মনে করে একটি কনটেন্ট তাদের স্থানীয় আইনের বিরুদ্ধে, তাহলে তারা সেই কনটেন্ট সীমাবদ্ধ করতে পারে।
এই পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চলছে। এর আগে পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বেশ কয়েকজন অভিনেতা, সাংবাদিক, রাজনীতিক ও ক্রীড়াবিদের ইউটিউব ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টও সেই তালিকায় রয়েছে।
সাম্প্রতিক এই নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে মতপ্রকাশের স্বাধীনতা ও ডিজিটাল সেন্সরশিপ নিয়ে।