১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

“আজই ফয়সালা হবে—কারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়”: এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আখ্যা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে আটটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ থেকে আজকের সমাবেশের ঘোষণা দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, “ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে। বাদ জুমা জনসমুদ্র হবে সেখানে। আজ সবাই বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।”

দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট, গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

সমাবেশকে ঘিরে প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, “ফোয়ারার সামনে থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত এবং বাংলামোটর পর্যন্ত রাস্তা জনসমুদ্রে পরিণত হবে।”

সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “জুমার পর ছাত্রজনতা ফোয়ারার সামনে অবস্থান নেবে। ফয়সালা করেই আমরা ঘরে ফিরব। কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, আর কারা চায় না, তা আজই স্পষ্ট হবে।”

হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টেও কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, “বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, সম্প্রতি শেখ হাসিনার শাসনামলে দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আবদুল হামিদের দেশত্যাগের খবরে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনীতি। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে বিক্ষোভ চলছে। আজকের কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নিষিদ্ধ হলো স্বৈরাচারের দল বাংলাদেশ আওয়ামী লীগ , সকল কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে

আওয়ামী লীগ নিষিদ্ধে রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা এনসিপির

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার রাত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল দেশ, সন্ধ্যায় জরুরি বৈঠকে অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

হবিগঞ্জে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার উপর হামলা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তারা গুরুতর

Scroll to Top