নিজস্ব প্রতিবেদক:
পাক-ভারত সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আলোচিত আদমপুর বিমানঘাঁটি পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৩ মে) সকালে তিনি ভারতের পাঞ্জাব প্রদেশের এই গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যান এবং সেখানকার বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে সময় কাটান।
এ সফরের মাধ্যমে পাকিস্তানের সাম্প্রতিক হামলার দাবিকে প্রত্যক্ষভাবে অস্বীকার এবং সশস্ত্র বাহিনীর পাশে থাকার বার্তা দিয়েছেন মোদি।
পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, “আজ সকালে আমি এএফএস আদমপুর পরিদর্শন করেছি এবং আমাদের সাহসী যোদ্ধা ও সৈনিকদের সঙ্গে সাক্ষাৎ করেছি। যারা সাহস, দৃঢ়প্রতিজ্ঞ ও ভয়হীনতার প্রতীক তাদের কাছে যাওয়াটা একটা বিশেষ অভিজ্ঞতা।”
তিনি আরও বলেন, “সশস্ত্র বাহিনী সবসময় দেশের জন্য যা করে, তার জন্য ভারত তাদের প্রতি কৃতজ্ঞ।”
এর আগে গত সপ্তাহে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছিল, তারা ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা চালিয়ে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। যদিও ভারত সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, পাকিস্তান হামলার চেষ্টা করেছিল, তবে তা প্রতিহত করা হয়েছে এবং ঘাঁটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নরেন্দ্র মোদির এই আকস্মিক সফর পাকিস্তানি দাবির বিপরীতে ভারতের আত্মবিশ্বাস ও প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, মোদির উপস্থিতি ঘাঁটিতে স্বাভাবিক কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতির প্রমাণ দেয়।
ভারতের আদমপুর বিমানঘাঁটি দেশটির অন্যতম কৌশলগত ঘাঁটি হিসেবে পরিচিত, যা পাঞ্জাব সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এবং গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধক্ষমতা ধরে রেখেছে।