১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরই দেশের অর্থনীতির হৃদপিণ্ড: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই বন্দর সেরা না হলে দেশের অর্থনীতিও সেরা হবে না।

বুধবার ১৪ মে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিণ্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়।

ড. ইউনূস বলেন, বহুদিন থেকে আসার ইচ্ছা ছিল, সবার সঙ্গে দেখা করে অগ্রগতি জানার অপেক্ষায় ছিলাম। চট্টগ্রাম বন্দর আমার কাছে অপরিচিত নয়। এখানে বড় হয়েছি। বরাবরই প্রশ্ন ছিল, এত দুঃখ কেন, পরিবর্তন এত ধীর গতিতে কেন। এটা আজকের প্রশ্ন নয়, চট্টগ্রামবাসী হিসেবে দীর্ঘদিন দেখেছি। ট্রেন মিস করে ফেলেছি। মাঝে মাঝে এ নিয়ে লেখালেখিও করেছি।

তিনি আরও বলেন, প্রথম দিন থেকেই চেষ্টা করছি কীভাবে এর পরিবর্তন সম্ভব। সত্যিকারের একটি বিশ্বমানের বন্দর হিসেবে গড়ে তুলতে হবে চট্টগ্রামকে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের অর্থনীতির কাঠামো পাল্টাতে হবে, আর সে পথের ভরসা চট্টগ্রাম বন্দর। এটি বাদ দিয়ে দেশের অর্থনীতিকে নতুন অধ্যায়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের এই ‘হৃদপিণ্ড’ ছোট, তার মধ্যে আবার সমস্যাগ্রস্ত। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে শরীর সচল থাকে না, অর্থনীতির ক্ষেত্রেও তাই।

তিনি আরও বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বন্দরগুলোর সাহায্য নেওয়া হচ্ছে। নেপালের হৃদপিণ্ড নেই, আমাদের হৃদপিণ্ড দিয়েই তাদেরও চলতে হবে। আমরা যদি এটিকে বাদ দিই, তাহলে শুধু আমরা নয়, আশপাশের অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে।

বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশের মতো জায়গায় এখনো কয়েকটি টার্মিনালের কথা বলি, অথচ অনেক দেশের ২০-৩০টি টার্মিনাল রয়েছে। এত দুর্বল হৃদপিণ্ড দিয়ে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়, তাই এটিকে শক্তিশালী করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এর আগে সকালেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান চট্টগ্রামের সিটি মেয়রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি সরাসরি চট্টগ্রাম বন্দরে যান এবং বন্দরের কর্মকর্তাসহ ব্যবসায়ী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রসঙ্গত, অন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রথম নিজ জেলা সফর।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সনদ প্রণয়ন করবে ঐকমত্য কমিশন: অধ্যাপক আলী রীয়াজ

নিজস্ব প্রতিনিধি: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জাতীয় সনদ প্রণয়ন করবে জাতীয় ঐকমত্য কমিশন। এ সনদ বাস্তবায়নে প্রতিটি রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন

ঠাকুরগাঁও সীমান্তে ঘাস কাটতে বাধা: বিএসএফ জওয়ানের আঙুল বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ঘাস কাটতে বাধা দেওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যের দুইটি আঙুল বিচ্ছিন্ন করেছেন এক বাংলাদেশি কৃষক। এ

নীলফামারীতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা গ্রেফতার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ দল) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম শাহকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণে একজন আন্দোলনকারী নিহত হওয়ার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপসের বিশেষ প্রতিনিধি এস

Scroll to Top