নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আজ থেকে ‘চল চল যমুনা যাই’ নামে যে ধরনের রাজনীতি হচ্ছে, তা আর বরদাস্ত করা হবে না। তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তারা বড় ভুল করেছে এবং তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।
বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে কাকরাইল মোড়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মাহফুজ আলম এসব কথা বলেন। ব্রিফিং চলাকালীন সময়ে কোনো স্যাবোটাজ গ্রুপের পক্ষ থেকে পানির বোতল ছোড়া হয়, তবে তাৎক্ষণিকভাবে সঠিক ব্যক্তিদের শনাক্ত করা যায়নি।
তিনি আরও বলেন, যারা বিভিন্ন আন্দোলনে স্যাবোটাজ করার উদ্দেশ্যে প্রবেশ করে, তাদেরকে আলাদা করে চিন্হিত করতে হবে। তিনি জানিয়েছেন, গত আট মাস ধরে একটি নির্দিষ্ট ব্যক্তির প্রতি তারা হিংস্র। অনলাইনে নানা ধরনের হিংস্রতা ছড়াচ্ছে এবং তার পেছনে একটি গ্রুপ আছে যা রাজনৈতিক পরিচয় বের করতে হবে।
মাহফুজ আলম সাধারণ শিক্ষার্থীদেরও অনুরোধ জানিয়েছেন, তারা স্যাবোটাজকারীদের আলাদা করতে হবে এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
অন্যদিকে শিক্ষার্থীদের আবাসনের সমস্যার সমাধানে তথ্য উপদেষ্টা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি দাবি নিয়ে আন্দোলন করছেন, যার মধ্যে আবাসন ভাতা বৃদ্ধি, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করা এবং বাজেট বরাদ্দ বৃদ্ধি গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করবে এবং সরকার সমাধানে সচেষ্ট থাকবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিগগিরই প্রধান উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ সুগম হবে।