২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে বাড়ীর সামনে ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি 

টুঙ্গিপাড়া- রাজশাহী রেল রুটের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে মাসুদ মোল্লা (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মাসুদ মোল্লা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আজিমউদ্দিন মোল্লার ছেলে।

শুক্রবার (১৬ মে) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাজশাহীগামী টঙ্গীপাড়া এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে বাড়ীর সামনে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে মাসুদ মোল্লা। খবর পেয়ে শত শত নারী পুরুষ ছুটে আসে একনজর দেখতে। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে।

রাজবাড়ী জিআরপি থানার এসআই বিধান কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top