১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

গাজা থেকে ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন

নিজস্ব প্রতিবেদক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাসরত প্রায় ২২ লাখ ফিলিস্তিনির মধ্যে ১০ লাখকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজ শনিবার (১৬ মে) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

এনবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরিকল্পনাটি নিয়ে মার্কিন প্রশাসন গভীরভাবে পর্যালোচনা করছে এবং ইসরায়েলকে প্রতিনিয়ত হালনাগাদ তথ্য জানানো হচ্ছে। এ বিষয়ে পরিকল্পনার সঙ্গে জড়িত অন্তত তিনটি সূত্রের বরাতে বলা হয়েছে, গাজাবাসীদের লিবিয়ায় পাঠাতে যুক্তরাষ্ট্র এক দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা কোটি কোটি ডলারের তহবিল লিবিয়াকে মুক্ত করে দিতে প্রস্তুত।

তবে এখনো লিবিয়ার সরকারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। আলোচনায় রয়েছে বিনামূল্যে আবাসন, শিক্ষা বৃত্তি এবং অন্যান্য প্রণোদনা প্রদানের বিষয়।

প্রতিবেদনে আরও বলা হয়, কতজন ফিলিস্তিনি গাজা ছাড়তে সম্মত হবেন, সেটি এখনো স্পষ্ট নয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম এই পরিকল্পনার বিষয়ে বলেন, “এটি একটি ভিত্তিহীন গুজব। ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমিতে অটল। তারা নিজেদের ভবিষ্যতের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিনিরাই সিদ্ধান্ত নেবেন তাদের ভবিষ্যৎ কী হবে। বাইরের কেউ এই সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।”

উল্লেখ্য, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া গভীর গৃহযুদ্ধে নিমজ্জিত। দেশটিতে বর্তমানে পশ্চিমে আব্দুল হামিদ দ্বেইবেহ এবং পূর্বে খলিফা হাফতারের নেতৃত্বে দুটি পৃথক প্রশাসন কার্যকর রয়েছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সেখানে ফিলিস্তিনি শরণার্থীদের স্থানান্তরের পরিকল্পনা ঘিরে উদ্বেগ বাড়ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যেই মার্কিন নাগরিকদের লিবিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গাজায় ইসরাইলের হামলায় দুই দিনে প্রাণ গেল ৩০০ ফিলিস্তিনির

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় আবারও হামলার মাত্রা বাড়িয়েছে। গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার আল-জাজিরার

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে রাজকীয় অভ্যর্থনা ও ঐতিহ্যবাহী নৃত্য ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নানা কারণে আলোচনায় এসেছে। চুক্তি স্বাক্ষরের পাশাপাশি তার রাজকীয় অভ্যর্থনা এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনাও এখন বিশ্বমাধ্যমে চর্চিত

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, তিনজন খালাস

নিজস্ব প্রতিনিধি: মাগুরার আলোচিত ৮ বছরের শিশুর ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে একই মামলার অপর তিন আসামি—শিশুটির বোনের

নারী কেলেঙ্কারিতে জড়িয়ে তড়িঘড়ি বাংলাদেশ ছাড়লেন পাকিস্তান হাইকমিশনার!

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: কক্সবাজার সফরকালে বাংলাদেশ ব্যাংকের এক নারী কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এবং কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে তড়িঘড়ি করে বাংলাদেশ ছাড়তে বাধ্য

Scroll to Top