১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

গাজায় ইসরাইলের হামলায় দুই দিনে প্রাণ গেল ৩০০ ফিলিস্তিনির

নিজস্ব প্রতিবেদক:

ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় আবারও হামলার মাত্রা বাড়িয়েছে। গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুধু গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালের মর্গে পৌঁছেছে। এর মধ্যে সাতজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। আহত হয়েছেন আরও ৪৫৯ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৩ হাজার ২৭২ জন নিহত এবং ১ লাখ ২০ হাজার ৬৭৩ জন আহত হয়েছেন। ইসরাইলের নতুন সামরিক অভিযানের প্রাথমিক পর্যায়েই প্রাণহানির এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।

চলমান যুদ্ধের মধ্যে গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপে ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র দুই মাসের মধ্যেই ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। দ্বিতীয় দফার এই অভিযানে প্রাণ হারিয়েছেন আরও তিন হাজারের বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৮ হাজার ৪৭৩ জন।

ইসরাইলের দাবি, হামাসের হাতে থাকা অন্তত ৩৫ জন জীবিত জিম্মিকে উদ্ধারের জন্য এই অভিযান চালানো হচ্ছে। এর জেরেই গাজায় হামলার তীব্রতা বেড়েছে। যদিও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এবং ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে নিঃশেষ না করা পর্যন্ত এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান চলবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে রাজকীয় অভ্যর্থনা ও ঐতিহ্যবাহী নৃত্য ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নানা কারণে আলোচনায় এসেছে। চুক্তি স্বাক্ষরের পাশাপাশি তার রাজকীয় অভ্যর্থনা এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনাও এখন বিশ্বমাধ্যমে চর্চিত

গাজা থেকে ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাসরত প্রায় ২২ লাখ ফিলিস্তিনির মধ্যে ১০ লাখকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রভিত্তিক

গাজা বিক্রির বস্তু নয়, আলোচনার আগে চাই মানবিক সহায়তা: হামাস নেতা বাসেম নাঈম

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দিলে ইসরাইলের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও হামাসের

আন্দামান সাগরে নারী ও শিশুসহ ৪০ রোহিঙ্গাকে ফেলে দিল ভারতীয় নৌবাহিনী: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: আন্দামান সাগরে নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। তাদের মধ্যে খ্রিস্টান রোহিঙ্গাও ছিলেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক

Scroll to Top