নিজস্ব প্রতিবেদক:
ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় আবারও হামলার মাত্রা বাড়িয়েছে। গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুধু গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালের মর্গে পৌঁছেছে। এর মধ্যে সাতজনের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। আহত হয়েছেন আরও ৪৫৯ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৫৩ হাজার ২৭২ জন নিহত এবং ১ লাখ ২০ হাজার ৬৭৩ জন আহত হয়েছেন। ইসরাইলের নতুন সামরিক অভিযানের প্রাথমিক পর্যায়েই প্রাণহানির এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।
চলমান যুদ্ধের মধ্যে গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপে ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র দুই মাসের মধ্যেই ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। দ্বিতীয় দফার এই অভিযানে প্রাণ হারিয়েছেন আরও তিন হাজারের বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৮ হাজার ৪৭৩ জন।
ইসরাইলের দাবি, হামাসের হাতে থাকা অন্তত ৩৫ জন জীবিত জিম্মিকে উদ্ধারের জন্য এই অভিযান চালানো হচ্ছে। এর জেরেই গাজায় হামলার তীব্রতা বেড়েছে। যদিও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এবং ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।
তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে নিঃশেষ না করা পর্যন্ত এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান চলবে।