২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

গাজায় ১৪ হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে, ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ না পৌঁছালে চরম বিপর্যয়: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক:

গাজায় চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পর্যাপ্ত ত্রাণ না পৌঁছালে অন্তত ১৪ হাজার শিশু মৃত্যুর মুখোমুখি হতে পারে।

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি রেডিও ৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানান, ইসরাইল যে পরিমাণ ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল এবং তা দিয়ে দুর্ভিক্ষ ও চরম অপুষ্টির শিকার গাজার জনগণের প্রয়োজন মেটানো সম্ভব নয়।

ফ্লেচার বলেন, আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল গাজার ১১ সপ্তাহব্যাপী ত্রাণ অবরোধ আংশিকভাবে শিথিলের ঘোষণা দিলেও, বাস্তবে গতকাল মাত্র পাঁচটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তার ভাষায়, “এটি ছিল সমুদ্রের একফোঁটা মাত্র।” এসব ট্রাকে শিশু খাদ্য ও পুষ্টিকর সামগ্রী থাকলেও সেগুলো এখনো সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি এবং সীমান্তবর্তী এলাকায় আটকে আছে।

“আমি চাই, পরবর্তী ৪৮ ঘণ্টায় যতটা সম্ভব শিশুদের বাঁচাতে পারি,”— বলেন ফ্লেচার। তিনি জানান, মাঠ পর্যায়ে জাতিসংঘের শক্তিশালী একটি টিম কাজ করছে, যারা হাসপাতাল, স্কুলসহ বিভিন্ন স্থানে মানবিক চাহিদার পরিমাণ নির্ধারণে নিয়োজিত। যদিও টিমের অনেক সদস্য ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন, তারপরও ত্রাণ সহায়তার প্রয়োজনে তারা মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন।

জাতিসংঘের এই সতর্কবার্তা গাজায় চলমান মানবিক বিপর্যয়ের গভীরতা ও তাৎক্ষণিক সহায়তার প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top