হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী) ইতালি প্রতিনিধি:
প্রাক্তন প্রধানমন্ত্রী জুসেপেপ কন্তে একটি সংবাদ সম্মেলনে বর্তমান মেলোনি সরকারের বিদেশনীতি ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করেছেন।
তার মতে মুখ্য অভিযোগ এই যে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ইউক্রেনে সেনা প্রেরণের প্রশ্নে মেলোনিকে ইইউ নেতাদের দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছে। জর্জা মেলোনি শুধু ভান ডের লেয়েন ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সাথে ফটো শুটের মাধ্যমে নিজের ভাবমূর্তি ঠিক করতে চেয়েছেন। ট্রেন্টিনো ও ফ্রিউলি-ভেনেজিয়া জুলিয়ার মতো অঞ্চলের রাজনৈতিক সংঘাতে সরকার ব্যাস্ত।পরিবার ও ব্যবসায়ীদের সমস্যা সমাধানের বদলে তারা শুধু ক্ষমতার লড়াইয়ে মগ্ন দেখা গেছে।
জুসেপেপ কন্তে নাগরিকদের ভোটের মাধ্যমে অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন যদি আপনি শ্রমিকদের অধিকার চান, ভোট দিন। নইলে ‘ক্ষমতাধরদের’ হাতেই সব থাকবে।
“এ সরকার অযোগ্য। তারা ইতালিয়ানদের সমস্যা উপেক্ষা করে শুধু নিজেদের ক্ষমতা ধরে রাখতে ব্যস্ত।”জুসেপেপ কন্তে ইতালিয়ানদের একত্র