নিজস্ব প্রতিবেদক:
ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার জবাবে এবার পাল্টা পদক্ষেপ নিল ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তাকে বহিষ্কার করেছে পাকিস্তান সরকার। তার বিরুদ্ধে ‘কূটনৈতিক মর্যাদার পরিপন্থী কার্যকলাপে’ যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বহিষ্কৃত ভারতীয় কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই সিদ্ধান্ত ভারতের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে ডেকে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতীয় হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মীদের কূটনৈতিক বিশেষাধিকার ও মর্যাদার অপব্যবহার না করার বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
এর আগে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের এক কর্মকর্তাকে এমন কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে যা আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি ও ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের পরিপন্থী।
যদিও পাকিস্তানি কর্মকর্তার পরিচয় সরকারিভাবে প্রকাশ করা হয়নি, তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, তিনি হাইকমিশনের গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন।
গত আট দিনের মধ্যে এটি দ্বিতীয়বার, যখন দুই দেশ পরস্পরের কূটনীতিককে বহিষ্কার করল। রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি বহিষ্কারের এই ঘটনাগুলো স্পষ্ট করে তুলছে যে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে।