২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ভারতের বিএসএফের গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত

নিজস্ব প্রতিবেদক:

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। বিএসএফের দাবি, ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে অগ্রসর হচ্ছিলেন এবং একাধিকবার সতর্ক করার পরও থামেননি।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় এই ঘটনা ঘটে। বিএসএফের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, সীমান্ত বেষ্টনীর কাছে এক ‘সন্দেহভাজন’ ব্যক্তি দেখা গেলে তাকে থামতে বলা হয়। কিন্তু তিনি বারবার সতর্ক সত্ত্বেও এগিয়ে যেতে থাকেন, ফলে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বাহিনী।

ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। বিএসএফ প্রকাশিত ছবিতে দেখা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক মধ্যবয়সী এবং চুলে পাকা ভাব রয়েছে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত-অধীকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর এক ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত ইসলামপন্থীদের দায়ী করেছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।

সীমান্তে এই ঘটনাকে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএসএফ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সিন্ধু পানি চুক্তি নিয়ে জাতিসংঘে পাকিস্তানের মন্তব্যের জবাবে ভারতের কড়া প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: সিন্ধু পানি চুক্তি নিয়ে জাতিসংঘে পাকিস্তানের মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের স্থায়ী প্রতিনিধি পারভতনেনি হরিশ পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র’ হিসেবে আখ্যায়িত

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭৬, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর তীব্র বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হামলার সংখ্যা ও ভয়াবহতা বেড়ে

১১ সপ্তাহ পর অবশেষে গাজায় প্রবেশ করল মানবিক ত্রাণ, জাতিসংঘ এখনো নিশ্চিত নয় সহায়তার বিতরণ নিয়ে

নিজস্ব প্রতিনিধি:টানা ১১ সপ্তাহের অবরোধের অবসান ঘটিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেছে বহুল প্রত্যাশিত মানবিক সহায়তা। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো মোট ১০৭টি ত্রাণবাহী ট্রাক ২২

ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার জবাবে এবার পাল্টা পদক্ষেপ নিল ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তাকে বহিষ্কার করেছে

Scroll to Top