২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্ম বিরতি পালন, শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি: 

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ‘ঐক্য পরিষদ’-এর ডাকে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ২৬ মে (সোমবার) থেকে সারাদেশের মতো ঝালকাঠির নলছিটি উপজেলার ৭৮ নং কশেফুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পূর্ণদিবস কর্ম বিরতি পালন করেছেন শিক্ষকরা। শিক্ষকরা সকাল থেকেই বিদ্যালয়ে উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত থাকেন।

দীর্ঘদিন ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ পদোন্নতির ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন সহকারী শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় ৫ মে থেকে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে আজ পূর্ণদিবস কর্ম বিরতির পর্যায়ে পৌঁছেছে আন্দোলন।

জেলা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জানান, ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই ছিল তাদের উদ্দেশ্য। এখন পর্যন্ত দাবি পূরণ না হওয়ায় পূর্ণদিবস কর্ম বিরতি শুরু হয়েছে।

নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ জানান, শিক্ষকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। এই আন্দোলনের মাধ্যমে তারা দাবিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে চান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওয়ালিউল ইসলাম ও মো. বেল্লাল শরীফ জানান, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী তাঁরা কর্ম বিরতিতে অংশ নিচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।

এদিকে, শিক্ষকরা পাঠদান বন্ধ রাখায় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে জানান অভিভাবকরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top