১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দক্ষিণ লেবাননে ইসরাইলি গুপ্তচরযন্ত্র জব্দ, সীমান্তে উত্তেজনা ফের চরমে

নিজস্ব প্রতিবেদক:

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি অত্যন্ত সুক্ষ্মভাবে স্থাপন করা ইসরাইলি গুপ্তচরযন্ত্র শনাক্ত ও জব্দ করেছে লেবানিজ সেনাবাহিনী। একই সঙ্গে সীমান্তবর্তী ব্লিদা ও মায়স আল-জাবাল গ্রামে ইসরাইলি বাহিনীর তৈরি দুটি মাটির বাঁধ অপসারণ করা হয়েছে।

শনিবার লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর দিয়েছে বার্তা সংস্থা মেহের।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব লেবাননের ব্লিদা-মারজায়উন গ্রামের উপকণ্ঠে একটি ক্যামেরা সংবলিত গুপ্তচরযন্ত্র একটি বিশেষায়িত সেনাদল শনাক্ত করে এবং তা নিষ্ক্রিয় করে দেয়। এটি দক্ষতার সঙ্গে সুক্ষ্মভাবে বসানো হয়েছিল বলে জানায় সেনাবাহিনী।

একই সময় সেনাবাহিনী ব্লিদা ও মায়স আল-জাবাল এলাকায় ইসরাইলি বাহিনীর নির্মিত দুটি অবৈধ মাটির বাঁধ অপসারণ করে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সঙ্গে সমন্বয়ে কাজ করছে লেবানন

লেবাননের সেনাবাহিনী জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী UNIFIL-এর সঙ্গে সমন্বয় রেখে সীমান্তে ইসরাইলি আগ্রাসনের ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে তারা। সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, শনিবার সকালে ইসরাইলি বাহিনীর একটি দল দুটি বুলডোজার নিয়ে মায়স আল-জাবালের আল-মারাজ আঙুরক্ষেত এলাকায় ঢুকে পড়ে এবং অবৈধভাবে একটি মাটির বাঁধ নির্মাণ করে। এ সময় তারা প্রায় ১০০ মিটার লেবাননের ভেতরে প্রবেশ করে। পরে তারা ওই এলাকা ত্যাগ করে।

অস্ত্রবিরতির মাঝেও ইসরাইলি আগ্রাসন

২০২৪ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও সীমান্তে সংঘর্ষ কিছুটা কমেছে, তবে মাঝে মাঝেই ইসরাইল লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক গুপ্তচরযন্ত্র উদ্ধারের ঘটনা এবং সীমান্ত লঙ্ঘন অস্ত্রবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। লেবাননের সার্বভৌমত্বকে অগ্রাহ্য করে বারবার এমন কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top