৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একাংশ।

শনিবার (৩১ মে) ক্যাম্পাসে নানা ফলজ ও গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। নেতাকর্মীরা বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও পরিবেশবান্ধব চিন্তা থেকে এই আয়োজন করা হয়েছে।
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, একটি চারা গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট। রাজনীতি হোক মানুষের উপকারের জন্য—আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন,দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অধিক চাহিদা পূর্ণের কারণে প্রতি বছর অনেক গাছ কাটা হলেও জাতীয় উদ্যেগে তেমন গাছ লাগানো হয় না,তাই তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়কব জনাব তারেক রহমান বৃক্ষরোপণের জন্য  যে উদ্যোগ গ্রহণ  করেছে তা সফল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন সৌরভ, ফারুক রানা,সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন,মো:মেহেদী হাসান

এছাড়া অংশ নেন ছাত্রদলের সদস্য মেহেদী হাসান ইমন, সজীব আহসান,মনিরুজ্জামান মনির, মাশফিকুল ইসলাম রাইন, মিঠু আলী, রেদোয়ান  চৌধুরী,নাইমুর রহমান,, ইভান, মাহমুদুল হাসান নাইম এবং কর্মী আশরাফুল ইসলাম, সৈরভ আহমেদ, আকরাম খান, আবু হুরাইয়া মোবাশ্বের, শাহরুল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top