২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নজরুল ইসলামকে সভাপতি ও নুরুন্নবীকে সম্পাদক করে তজুমদ্দিনে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

মোহাম্মদ নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন)বেলা ১১ ঘটিকায় ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনের চত্বরে কাউন্সিলের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিঃ সহ সভাপতি আঃমান্নানের সভাপতিত্বে, শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইব্রাহীম খলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক, ভোলা জেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

কাজী ইকবাল হাসেন,আলহাজ্ব সাইদুর রহমান রিপন, সভাপতি -তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়ন। উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম,সহঃ শিক্ষক, চাদপুর মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।মোঃ নুরুন্নবী, সহঃ শিক্ষক, চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইব্রাহীম খান,সহকারী শিক্ষক, কাঞ্চনপুর সরকার প্রাথমিক বিদ্যালয়। ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষক, ঘোষের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নুরুন্নবী, সহকারী শিক্ষক, দক্ষিণ জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রিয়াজ উদ্দিন, সহকারী শিক্ষক, দেবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সম্মেলনে উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে মোবাইলে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুদ্দিন মাসুদ।

সম্মেলনে উপস্থিত শিক্ষকদের ভোটের মাধ্যমে মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃনজরুল ইসলাম সুজনকে সভাপতি, চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন্নবীকে সাধারণ সম্পাদক ও ঘোষের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইব্রাহিম খলিলকে সাংগঠনিক সম্পাদক, মধ্য চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লোকমান হোসেনকে দপ্তর সম্পাদক ঘোষণা করেন সম্মেলনে প্রধান অতিথি। উক্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানান শিক্ষক প্রতিনিধিগণ।

উপস্থিত শিক্ষক নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর সম্মেলনের মাধ্যমে তজুমদ্দিনে এত সুন্দর কমিটি গঠন হওয়ার তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষকদের মাঝে আনন্দের বন্যা বইছে। এই কমিটি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে কাজ করা এবং নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে সকলকে নিয়ে এক সাথে কাজ করবেন বলে মতামত ব্যাক্ত করেন নব-নির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top